ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চেন্নাইকে ১৭৯ রানের টার্গেট দিল সানরাইজার্স   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ২৭ মে ২০১৮ | আপডেট: ২১:৫৪, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

চেন্নাইকে ১৭৯ রানের টার্গেট দিল সানরাইজার্স। ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স মধ্যকার এই খেলায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে সানরাইজার্স।

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হারলেও ইডেনে কেকেআর বধ করে আবার পুরনো শত্রুর সামনে হায়দরাবাদ। রশিদের ফর্মে দ্বিতীয়বার আইপিএল জয়ের স্বপ্নে মশগুল হায়দরাবাদ। উল্টো দিকে সাত বার ফাইনালে ওঠা ধোনির চেন্নাই সুপার কিংস। দু’বছরের নির্বাসন কাটিয়ে ফিরে আবার পুরনো ফর্মে ‘ইয়েলো ব্রিগেড’। ধোনির চেন্নাই এবারের আইপিএলে বেশ কয়েকবার বড় রান তাড়া করেছে। আর উইলিয়ামসনের হায়দরাবাদ বেশ কয়েকটি ম্যাচ দেড়শোর কম রান পুঁজি করে জিতেছে।  

এর মধ্যে সাকিব আল হাসান ১৫ বলে মাত্র ২৩ রান করে আউট হয়ে যান।            

এর আগে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির৷ টস নিয়ে একপ্রস্থ মজাদার নাটক দেখল ওয়াংখেড়ে৷ টস করেন ধোনি৷ উইলিয়ামসনের কল ছিল টেল৷ কয়েন গড়িয়ে যায় অনেকটা দূরে৷ ম্যাচ রেফারি অন্ডি পাইক্রফট পরীক্ষা করে জানান হেড পড়েছে৷ সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর ধোনিকে জিজ্ঞাসা করেন, ‘হেড কার কল ছিল, তোমার?’ ধোনির উত্তর, ‘না, উইলিয়ামসন টেল বলেছে৷’ মঞ্জরেকর বুঝতে না পেরে পুনরায় জিজ্ঞাসা করেন ধোনিকে, ‘হেড তোমার কল ছিল?’  

উইলিয়ামসনকে দেখিয়ে ধোনির আবার উত্তর, ‘না, ওর কল ছিল টেল৷’ শেষে মঞ্জরেকর জিজ্ঞাসা করেন মাহিকে, ‘তুমি টসে জিতেছ?’ এবার ধোনির উত্তর ‘হ্যাঁ’৷ ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালেও খানিকটা এমনই নাটক দেখা গিয়েছিল৷ গোটা ঘটনায় অপ্রস্তুত দেখায় উইলিয়ামসনকে৷ কেননা, যতবার ধোনি বলেন যে উইলিয়ামসন টেল বলেছেন, ততবারই মাইক্রোফোন নিয়ে উইলিয়ামসনের কাছে চলে গিয়েছেন মঞ্জরেকর এবং লাজুক মুখে হায়দরাবাদ অধিনায়ক ধোনিকে দিকে আঙুল দেখিয়ে ইঙ্গিত করেছেন যে, টস জিতেছে মাহি৷

দু’বছরের নির্বাসন পর্ব কাটিয়ে আইপিএলে ফিরেই খেতাবি লড়াইয়ে চেন্নাই সুপার কিংস৷ সাতবার ফাইনালে উঠে তৃতীয় খেতাবের লক্ষ্যে মাঠে নামছে ধোনিবাহিনী৷ অন্যদিকে দ্বিতীয়বার খেতাবি লড়াইয়ে জায়গা করা সানরাইজার্স হাদরাবাদ মরিয়া দু’নম্বর আইপিএল ট্রফি ঘরে তুলতে৷ চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছে ২০১০ ও ২০১১ মরশুমে৷ সানরাইজার্স খেতাব জিতেছে ২০১৬’য়৷ এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দু’দল৷

হায়দরাবাদ দল: শিখর ধাওয়ান, শ্রীবৎস গোস্বামী, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, দীপক হুডা, ইউসুফ পাঠান, কার্লোস ব্রাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা৷

চেন্নাই দল: শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি৷   

প্রথম একাদশে বদল করেছে দু’দলই৷ চেন্নাইয়ে হরভজনের বদলে খেলছেন করণ শর্মা৷ হায়দরাবাদ রিজার্ভ বেঞ্চে পাঠিয়েছে উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও পেসার খলিল আহমেদকে৷ দলে ফিরেছেন শ্রীবৎস গোস্বামী ও সন্দীপ শর্মা৷ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের জন্য বাদ পড়লেন ঋদ্ধি৷ ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন ঋদ্ধিই৷

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি